parbattanews

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

বান্দরবানে সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে পার্বত্য জেলা পরিষদ ও প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে বাংলা নববর্ষ বরণে সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে এই সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রাটি উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

শোভাযাত্রায় আরো অংশ নেন, উপস্থিত ছিলেন পুলিশ সুপার তারিকুল ইসলাম, পিপিএম বান্দরবান; স্থানীয় সরকারের উপ-পরিচালক লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, বান্দরবান; পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, সহ পার্বত্য পাহাড়ি-বাঙালিসহ ১৪টি জাতিগোষ্ঠীর নারী-পুরুষেরা নিজস্ব পেশাকে ভিন্ন ভিন্ন সাজে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড নিয়ে অংশ নেয়।

শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় রাজার মাঠে এসে শেষ হয়। পহেলা বৈশাখের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নাচে-গানে মাতিয়ে তোলেন পাহাড়ি-বাঙালি বিভিন্ন বয়সের শিল্পীরা।

অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, শুভ নববর্ষ ১৪৩০, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পহেলা বৈশাখ বাঙালির সম্প্রীতির দিন, বাঙালির মহামিলনের দিন। এদিন ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র জাতি জেগে ওঠে নব প্রাণে নব-অঙ্গীকারে। এটি বান্দরবান মানুষের শেকড়ের সাথে মিশে থাকা এক উৎসব।

Exit mobile version