parbattanews

বান্দরবানে বর্ষা উৎসব ১৬-১৮ সেপ্টেম্বর

nilachol_bandarban_district_bangladesh

বান্দরবান প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামে দেশি-বিদেশি পর্যটকদের আগমন আরো বাড়ানোর পরিকল্পনা নিয়েছে মন্ত্রণালয়। এ লক্ষে কক্সবাজারে ইটিজেড (এক্সক্লুসিভ টুরিজম জোন) স্থাপনসহ পার্বত্য চট্রগ্রামের বৈচিত্র্যময় সংস্কৃতি ও নয়নাভিরাম সৌন্দর্য বিদেশিদের কাছে তুলে ধরা হবে। তারই অংশ হিসাবে ১৬ সেপ্টেম্বর হতে ১৮ সেপ্টেবর পর্যন্ত তিন দিনব্যাপী পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতায় বান্দরবানে বর্ষা উৎসব উদযাপন করা হবে।

শুক্রবার বান্দরবানের নীলাচল পর্যটন কেন্দ্রে পর্যটন বিষয়ক এক বৈঠকের পর পর্যটন মন্ত্রনালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী সাংবাকিদের এই পরিকল্পনার কথা জানান।

পর্যটন সচিব জানান, পার্বত্য জেলা বান্দরবানের পর্যটন শিল্পকে জাতীয় ও আন্তজাতিকভাবে তুলে ধরতে পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢাকার সেনারগাঁ হোটেলে ফুড ফেস্টিবল ও বান্দরবানে পর্যটন উৎসব করা হবে।

Exit mobile version