parbattanews

বান্দরবানে বাঁশ ব্যবসায়ীকে অপহরণ

অপহরণ

স্টাফ রিপোর্টার :

বান্দরবানের নাইক্ষংছড়ির বাইশারীতে বাঁশ ব্যবসায়ী রাজ কিশোর দে (৩৭) কে অপহরণ করেছে সন্ত্রাসীরা। অপহরণকারীরা মুক্তিপণ বাবদ পরিবারের কাছে তিন লাখ টাকা দাবি করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যায় জেলার বাইশারী ইউনিয়নের চাইল্যাতলি এলাকা থেকে ট্রাক নিয়ে বাঁশ আনতে যান রাজ কিশোর দে। এ সময় মুখোশ পরা ছয়-সাতজন অস্ত্রের মুখে বাঁশ ব্যবসায়ী রাজ কিশোরকে অপহরণ করে জঙ্গলের দিকে নিয়ে যায়। এ সময় অস্ত্রধারীরা ট্রাকের চালক মিজানুর রহমান ও হেলপার রুবেলের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন জোর করে নিয়ে যায়।

ট্রাক চালক মিজানুর রহমান জানান, রবিবার বিকেলে ট্রাক নিয়ে বাঁশ আনতে চাইল্যাতলি এলাকা থেকে সন্ধ্যায় বাঁশ বোঝাই করে ফেরার পথে অস্ত্রধারীরারা ব্যবসায়ী রাজ কিশোরকে অপহরণ করে জঙ্গলে নিয়ে যায়। আমাদের মারধর করে মোবাইল ফোন ও টাকা কেড়ে নিয়েছে।

অপহরণের বিষয়টি স্বীকার করে বাইশারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রহিম জানান, অপহৃত বাঁশ ব্যবসায়ীকে উদ্ধারে আইনশৃংখলা বাহিনী অভিযান পরিচালিত হয়েছে। অপহরণকারীরা ব্যবসায়ীর মুক্তিপণ বাবদ আত্মীয়-স্বজনের কাছ থেকে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

Exit mobile version