parbattanews

বান্দরবানে বাগান লুটপাটের মামলায় আটক ১

প্রতীকী ছবি

বান্দরবানে সন্ত্রাসী কায়দায় বাগান লুটপাটের মামলায় আল আমিন প্রকাশ বিমান মলই নামে এক ব্যক্তিকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে বান্দরবান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

বৃহস্পতিবার (৩০ মে) বান্দরবান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আল আমিন এলাকায় নানা কারনে আলোচিত ও সমালোচিত ছিলেন।

বাইশারীর বাসিন্দা মো. শহিদুল্লাহ (২৬) এর দায়ের করা সন্ত্রাসী কায়দায় বাগান লুটপাটের একটি মামলায় আদালত তাকে কারাগারে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবী আবু হেনা মোস্তফা কামাল।

মামলার বাদি শহিদুল্লাহ জানান, আল আমিন বাইশারী ও ঈদগড় এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে দীর্ঘদিন ধরে তার পৈত্রিক জায়গার বাগান দখলে পায়তারা করে আসছিল। সম্প্রতি সন্ত্রাসীদের নিয়ে আল আমিন গোপণ একটি মিটিংও করে। এ ঘটনায় বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৮৪/১৯ একটি মামলা দায়ের করলে আল আমিন কে আটক করা হয়। আল আমিন বাইশারীতে রাবার বাগানের ম্যানেজারের ছদ্মবেশে নানা বির্তকিত কার্যকলাপে জড়িত বলে দাবি করেন শহিদুল্লাহ।

Exit mobile version