parbattanews

বান্দরবানে বাঙ্গালী ছাত্র পরিষদের মানববন্ধন

বান্দরবানে বাঙ্গালী ছাত্র পরিষদের মানববন্ধনের একাংশ

পাহাড়ে সম্প্র্রীতি বিনষ্টকারী সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক রাজবিলা এলাকায় সেনাক্যাম্প স্থাপন ও চথোয়াই মং মার্মাকে হত্যার প্রতিবাদে রবিবার (২৬ মে) সকালে বান্দরবান প্রেসক্লবের সামনে মানববন্ধন করেছে সচেতন পার্বত্যবাসীর ব্যনারে বাঙ্গালী ছাত্র পরিষদ।

এসময় বক্তারা চথোয়াই মং মারমার হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ বান্দরবান জেলা আহবায়ক ফরহাদুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক মো. আসিফ ইকবাল, সদস্য সচিব হোসনে মোবারক, যুগ্ম সদস্য সচিব শফিকুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, গত বুধবার (২২ মে) রাত সাড়ে ৯টায় সাবেক কমিশনার ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি চথোয়াই মং মারমাকে বালাঘাটার উজিমুখ হেডম্যান পাড়া থেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে শনিবার (২৫ মে) দুপুরে জর্ডান পাড়া থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

Exit mobile version