parbattanews

বান্দরবানে বিএনপির বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। বৃস্পতিবার বিকালে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয় চত্ত্বরে প্রতিবাদ সমাবেশে সভাপত্বি করেন, জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরী ।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়ার সহ-সভাপতি অধ্যাপক ওসমান গনি, সহ-সভাপতি ও জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর শুক্কুর, যুগ্ন-সম্পাদক মুজিবর রশিদ, মহিলা দলের সভানেত্রী নিলুফা বেগমসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালত চত্বরে বিএনপি নেতাকর্মীরা সমাবেত হতে পারবেন না এমন নির্দেশ তো দেওয়া ছিলো না। তারপরও বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশি হামলা কেন? তারা বলেন, জিয়াউর রহমানের কথা শুনলে সরকারের কম্পন শুরু হয়। আবার তার সুযোগ্য সন্তান তারেক রহমানের কথা শুনলেও সরকার অস্থির হয়ে ওঠে। আমরা অপেক্ষা করছি তারেক রহমান আসার পর সরকারের কী অবস্থা হয় তা দেখার জন্য। ন্যক্কারজনক হামলার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন বক্তারা।

বুধবার ঢাকা আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা ও হত্যার উদ্দেশে গুলি বর্ষণের প্রতিবাদে এ কর্মসূচি পালন করে দলটি।

Exit mobile version