parbattanews

বান্দরবানে বিএনপির সদ্য কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

Bandarban BNP pic-5.3

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

কেন্দ্রের সদ্য ঘোষিত বান্দরবান জেলা বিএনপির আংশিক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে একাংশের নেতাকর্মীরা।

রোববার বিকালে বান্দরবানের চৌধুরী মাকের্টস্থ সংগঠনটির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে জেলার জাতীয়তাবাদী নেতাকর্মীর ব্যানারে মুখে কালো কাপর বেঁধে শহরে বিক্ষোভ মিছিল করে বিএনপির একাংশের নেতাকর্মীরা।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে চৌধুরী মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির পৌরশাখার সভাপতি নাছির চৌধুরী, বিএনপির ক্যহ্লাউ মারমা, ছাত্রদল নেতা আলাউদ্দিন আলো প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতা নাছির চৌধুরী বলেন, দলের ত্যাগী, জনবান্ধব ও সংগ্রামী নেতাদের বাদ দিয়ে এলাকার সমালিচিত এবং দুর্নীতি বাজদের কমিটিতে রাখা হয়েছে। কেন্দ্র ঘোষিত বান্দরবান জেলা বিএনপির কমিটি গঠনতন্ত্র অনুযায়ী গনতান্ত্রিক পদ্ধতিতে করা হয়নি।

তৃনমূলের সিদ্ধান্তকে পাশ কাটিয়ে কেন্দ্র ঘোষিত জেলা কমিটি বাতিল করতে হবে। পুরনো কমিটির ৯৮৩ জন ভোটারের ভোটে জেলা বিএনপির নতুন প্রতিনিধিত্ব বেছে নেয়ার দাবি জানান।

Exit mobile version