parbattanews

বান্দরবানে বিদেশি নাগরিকদের আগমন নিয়ন্ত্রিত হতে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২০ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত বান্দরবানে বিদেশি নাগরিকদের আগমন নিয়ন্ত্রণে রাখতে যাচ্ছে প্রশাসন। রবিবার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। তবে জেলা প্রশাসক দাউদুল ইসলাম সাংবাদিকদের জানান, এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হবে না।

এদিকে পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানিয়েছেন, বিদেশি নাগরিকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা বা নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে না।

তিনি জানান, পার্বত্য চট্টগ্রামে বিদেশি নাগরিকদের ভ্রমণের বিষয়ে বাড়তি কিছু বিধান রয়েছে। এই বিধানের আওতায় বিদেশি নাগরিকদের ভ্রমণ ও অবস্থানকালে ম্যাজিস্ট্রেটের তত্বাবধান ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশী প্রহরার ব্যবস্থা আরোপ করতে হয়। কিন্তু ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্বে ব্যস্ত থাকার কারণে এ সময়ে বিদেশি নাগরিকদের নিরাপত্তা বিধানে কিছুটা ব্যঘাত ঘটার আশঙ্কায় বিদেশি অতিথিদের জন্যে বর্ণিত ১৮দিন রুম বা সার্ভিস বুকিং নিরৎহিত করার জন্যে বিদেশি পর্যটক অপারেটরদের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।

জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম জানান, এটি সম্পূর্ণ ভাবে স্থানীয় সিদ্ধান্ত। নির্বাচন কমিশন থেকে এ ধরনের কোন নির্দেশনা তারা পান নি।

Exit mobile version