parbattanews

বান্দরবানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৩৪তম আন্ত:অফিস ভলিবল প্রতিযোগিতা শুরু

Bandarban-pic 1,6.2.2017 (1)

নিজস্ব প্রতিবেদক,বান্দরবান:

বান্দরবানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৩৪তম আন্ত:অফিস ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক আয়োজনে বান্দরবান রাজারমাঠে আন্ত:অফিস ভলিবল প্রতিযোগিতা শুরু হয়।

উদ্বোধনী দিনের খেলায় প্রধান অতিথি বেলুন উড়িয়ে ৩৪তম আন্ত:অফিস ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেন বোমাং সার্কেল চীফ প্রকৌশলী উ চ প্রু।

এসময় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন নুর উর-রহমান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, সহকারী প্রধান প্রকৌশলী মো. কেনোয়ার হোসেন, বান্দরবান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল কাদের গণিসহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভিন্ন অঞ্চলের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্র -ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র , বিতরণ অঞ্চল রংপুর -সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র ও খ বিভাগে বিতরণ অঞ্চল রাজশাহী- আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র, ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র-শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্র দলের খেলা অনুষ্ঠিত হয় ।

এবারে ৩৪তম আন্ত:অফিস ভলিবল প্রতিযোগিতায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভিন্ন জেলার মোট ৩৫টি দল অংশ নিচ্ছে।

আগামী ১১ ফ্রেবুয়ারি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপনী খেলা উপভোগ ও বিজয়ী এবং রানার্স আপদের মধ্যে পুরষ্কার বিতরণ করার কথা রয়েছে।

Exit mobile version