parbattanews

বান্দরবানে বিশ্ববাসীর মঙ্গলের জন্য যজ্ঞানুষ্ঠান

বান্দরবানে অক্ষয় তৃতীয় উপলক্ষে বিশ্ববাসীর মঙ্গলের জন্য নৃসিংহ দেবের যজ্ঞানুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার (২৩ এপ্রিল) সকালে বৈষ্ণব প্রবর মানিক কৃষ্ণ গোস্বামীর পরিবার বর্গের আয়োজনে বান্দরবান পৌরসভার ৩নং ওয়ার্ড ইসকন মন্দির সংলগ্ন বিমল কান্তি দাসের বাসভবনে এই বিশ্ব শান্তি যজ্ঞের আয়োজন করা হয় ।

যজ্ঞ অনুষ্ঠানে বান্দরবান জেলার বিভিন্ন এলাকা থেকে ভক্তবৃন্দ উপস্থিত হয়ে যজ্ঞে বিশ্বের সকল মানুষের মঙ্গল ও কল্যাণ সাধনে প্রার্থনায় সমবেত হয় । পৃথিবীর সকল মানুষ যাতে সুখে থাকতে পারে এজন্য মঙ্গল কামনা করা হয়।

এই সময় বিশিষ্ট ব্যবসায়ী অমল কান্তি দাস ও বিমল কান্তি দাসসহ তাদের অন্যান্য সকল ভাই ও পরিবারবর্গ বিশ্ব শান্তির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।

অক্ষয় তৃতীয়া হল চন্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাসানুসারে এই পবিত্র তিথিতে কোন শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। যদি ভালো কাজ করা হয় তার জন্যে আমাদের লাভ হয় অক্ষয় পূণ্য আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ। তাই এদিন খুব সাবধানে প্রতিটি কাজ করা হয়ে থাকে।

Exit mobile version