বান্দরবানে বিশ্ব আদিবাসী দিবস পালিত

Bandarban Tribal pic-9.8

স্টাফ রিপোর্টার : 

বান্দরবানে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে বর্ণ্যাঢ্য আয়োজন ও উৎসব মুখর পরিবেশে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে বান্দরবানে র‌্যালি ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। আজ শনিবার সকালে বান্দরবান আদিবাসী দিবস উৎযাপন পরিষদের উদ্যোগে ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে র‌্যালিতে অংশ নেয় মারমা, চাকমা, ম্রো, বম, ত্রিপুরাসহ বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠীর শত শত নারী-পুরুষ অংশ নেয়। বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে রাজার মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রফেসার নুর মোহাম্মদ তালুকদার। বান্দরবান আদিবাসী দিবস উদযাপন কমিটির আহবায়ক চহ্লা প্রু জিমির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৌরভ সিকদার, কেন্দ্রীয় জনসংহতি সমিতির (জেএসএস) সহ-সভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং, জেলা জেএসএস সভাপতি সাধুরাম ত্রিপুরা মিল্টন, সহ-সভাপতি চিংহ্লা মং চাক, জনসংহতি সমিতি মহিলা দলের সভানেত্রী ওয়াই চিং মারমা, মানধিকার নেত্রী ডনাই প্রু নেলী, ‘আদিবাসী ফোরম’ নেতা সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান থোয়াই চ প্রু মাস্টার প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘পার্বত্যাঞ্চলের জুম্ম জনগন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নয়, তারা আদিবাসী। পাহাড়ী এ জনগোষ্ঠিকে আদিবাসী হিসেবেই সাংবিধানিক অধিকার এবং স্বীকৃতি দিতে হবে। বক্তারা আরো বলেন বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি বসবাস করছে মারমা, চাকমা, লুসাই, ম্রো, বমসহ ১১টি আদিবাসী সম্প্রদায়। তারা দীর্ঘদিন আদিবাসী হিসেবে স্বীকৃতি দাবী করলেও সরকার তাদের এই দাবী আমলে নিচ্ছে না।’

উল্লেখ্য, ১৯৯৪সালের ২৩ডিসেম্বর জাতিসংঘের সাধারণ সভায় প্রতি বছর ৯আগষ্ট বিশ্ব আদিবাসী দিবস পালনের সিদ্ধান্ত নেয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন