parbattanews

বান্দরবানে বিশ্ব পানি দিবস উদযাপন

“ ভুগর্ভস্থ পানি: অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বিশ্ব পানি দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) সকালে এক বর্ণাঢ্য র‍্যালী জেলা প্রশাসক চত্বর হতে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালীটি পুনরায় একই স্থানে এসে সমাপ্তি হয়। পরে জেলা প্রশাসকের আয়োজনে প্রশাসনের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

সভায় বক্তারা বলেন, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় একটি জিনিস হলো পানি আর আমরা অনেকেই এই পানির সুষ্ঠ ব্যবহার করিনা। এসময় বক্তারা পানির যথাযথ ব্যবহার এবং খাল,নদী ও ঝিড়ির পানি রক্ষার জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত জেলা প্রশাসক মো.শেখ ছাদেক, অতিরিক্ত পুলিশ সুপার মো.রেজা সরোয়ার,পানি উন্নয়ন বোর্ড বান্দরবান এর নির্বাহী প্রকৌশলী অরুপ চক্রবর্তী,সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীরসহ সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ।

Exit mobile version