parbattanews

বান্দরবানে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে বান্দরবানে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

সেখানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। বান্দরবান রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি মো. আব্দুর রহিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরক্তি জেলা প্রশাসক মো. হারণ-অর-রশীদ।

এসময় অন্যান্যদের মধ্যে অতিরক্তি জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামানসহ রেড ক্রিসেন্ট বান্দরবান ইউনিটের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, রেডক্রসের মধ্যমে দুঃস্থ ও গরিবদের সেবা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই সংস্থা বিভিন্ন দুর্যোগকালীন সময়ে জনগণের পাশে গিয়ে দাঁড়ায়, আর বিপদের বন্ধু হিসেবে দিন দিন রেড ক্রিসেন্টের কার্যক্রম প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে।

সভা শেষে আগত দর্শনার্থী, স্কুল শিক্ষার্থী ও অতিথিদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

Exit mobile version