parbattanews

বান্দরবানে ব্যবসায়ী হত্যা মামলা দুই ব্যক্তির যাবজ্জীবন

Bandarban 2

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে অহহরণ ও হত্যা মামলায় দইজনকে যাবজ্জীন কারাদন্ড দিয়েছে জজ আদালত। অদালদত সূত্রে জানাযায়, হুমায়ন কবির চৌধুরী নামের এক কাঠ ব্যবসায়ী অপহরণ ও হত্যা মামলায় আদালত দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রোববার দুপুরে জেলা দায়রা জজ মো. হোসাইন হেলাল এ রায় দেন।
যাবজ্জীবন কারাদন্ড পাওয়া ব্যাক্তিরা হলেন, উশে হ্লা মার্মা ও মংসো খেয়াং। উভয়ের বাড়ি বান্দরবানের সদর উপজেলার কুহালং ইউনিয়নের গুংরু এলাকার আগা পাড়ায়। আদালত আসামিদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো দুই বছর সশ্রম কারাদণ্ড দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালের অক্টোবরে বান্দরবানের গুংরু পাড়া এলাকা হতে চট্রগ্রামের সাতকানিয়া উপজেলার রামপুর গ্রামের কাঠ ব্যবসায়ী হুমায়ন কবির সন্ত্রাসীদের হাতে অপহৃত হয়। এ ঘটনায় জড়িত থাকার দায়ে পুলিশ উশে হ্লা মার্মাকে গ্রেফতার করলেও মামলার অপর আসামি মংসা খেয়াং পলাতক রয়েছে। গ্রেফতারকৃত আসামি আদালতের কাছে হুমায়ন কবিরকে অপহরণ ও হত্যার কথা স্বীকার করলে রোববার মামলার দীর্ঘ শুনানির পর বিচারক আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেন।
 
উল্লেখ্য, বান্দরবানে মুক্তিপণের দাবিতে অপহরণ ও হত্যা মামলায় আদালত এ প্রথম কোন মামলায় এ রায় দেন।

Exit mobile version