parbattanews

বান্দরবানে ব্লাইন্ড ক্রিকেট প্রতিযোগিতায় সুয়ালক চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিনিধি:

বান্দরবানে দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে অনুষ্ঠিত ক্রিকেট ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বান্দরবান সুয়ালক দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেট দল।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সুয়ালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা জেলার লামা দৃষ্টি প্রতিবন্ধী একাদশকে পরাজিত করে।

বান্দরবান জেলা সমাজ সেবা বিভাগ পরিচালিত বান্দরবানে সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম-সুয়ালক এ খেলার আয়োজন করে।

খেলার শুরুতে টসে জিতে নির্ধারিত ওভারে ব্যাটিং করে ১শ’ ৭৫ রান সংগ্রহ করে সুয়ালক ব্লাইন্ড একাদশ। জবাবে ব্যাট করতে নেমে লামা দৃষ্টি প্রতিবন্ধী একাদশ সবকটি উইকেট হারিয়ে ১শ’ ৩৬ রান সংগ্রহ করে।

খেলায় ৭৪ রান ও ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় সুয়ালক দৃষ্টি প্রতিবন্ধী দলের নজরুল ইসলাম।

সুয়ালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ব্লাইন্ড ক্রিকেট ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা।

জেলা সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক মিল্টন মুহুরীর সভাপতিত্বে খেলায় জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক বিশ্বজিৎ চাকমা, বাংলাদেশ বেতার বান্দরবান কেন্দ্রের উপবার্তা নিয়ন্ত্রক মো. মোকছেদ হোসেন, সমাজসেবার রিসোর্স শিক্ষক সত্যজিত মজুমদার, ইউপি সদস্য মো. জসিম উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি মো. কাউছার সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version