parbattanews

বান্দরবানে ভেজাল মধু বিক্রেতা আটক

আটক4
নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানে জেলা জজকে ভেজাল মধু বিক্রির অপরাধে মধু বিক্রেতাকে আটক করে পুলিশে দেয়া হয়েছে। ওই মধু বিক্রেতার নাম আলী আহম্মদ (৪৩)। তার  বাড়ি শহরের কালাঘাটা এলাকায়। রোববার তাকে জজ আদালতে ডেকে আনার পর আটক করা হয়।

এক সপ্তাহ আগে কালাঘাটা এলাকার মধু বিক্রেতা আলী আহম্মদের কাছ থেকে জজ আদালতের কর্মচারীরা মধু কিনেন। ওই মধুগুলো ভালো হওয়ায় পরে জেলা দায়রা জজ শফিকুর রহমান আলী আহম্মদের কাছ থেকে তিন কেজি মধু কিনেন ও তা বাড়ি নিয়ে যান। পরের মধুগুলো ভেজাল হওয়ায় ও তার রং নষ্ট হয়ে যাওয়ায় ক্ষুদ্ধ জেলা জজ মধুগুলো বান্দরবানে নিয়ে আসেন ও মধু বিক্রেতা আলী অহম্মদকে আদালতে ডেকে পাঠান। ভেজাল মধু বিক্রেতা আলী আহম্মদকে পরে পুলিশে সোপর্দ করা হয়। আদালতের নাজির বেদার আহম্মদ জানান মধুগুলো একজন ম্যাজিস্ট্রেট পরীক্ষা করেন। তবে মধু পরীক্ষার কোনো যন্ত্র না থাকায় ওই মধুগুলো সংরক্ষনে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে ভেজাল মধুগুলো বিএসটিআই এর মাধ্যমে পরীক্ষা করা হবে। ভেজাল প্রমাণিত হওয়ার পর মধু বিক্রেতা আলী আহম্মদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version