parbattanews

বান্দরবানে হালনাগাদ ভোটার তালিকা শুরু

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবানে বৃহস্পতিবার থেকে হালনাগাদ ভোটার তালিকা শুরু হয়েছে। প্রথম ধাপে তিন উপজেলায় দ্বিতীয় ধাপে চার উপজেলায় হালনাগাদ ভোটার তালিকা শুরু হবে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা।

জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ জানান, বান্দরবান জেলার সাত উপজেলার মধ্য প্রথম ধাপে ১৫ মে থেকে রুমা, রোয়াংছড়ি ও আলীকদম এ তিন উপজেলায় হালনাগাদ ভোটার তালিকার কাজ শুরু হয়েছে। এ কার্যক্রম ২৪ মে পর্যন্ত চলবে। ২৬ মে ছবি তোলার কাজ শুরু হবে। একাজে ৮২ জন কর্মি নিয়োগ করা হয়েছে।

দ্বিতীয় ধাপে বান্দরবান সদর, থানছি, লামা, নাইক্ষংছড়ি উপজেলা হালনাগাদ ভোটার তালিকার কাজ শুরু হবে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সভা করা হয়। সভায় জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম বলেন, গণতন্ত্র রক্ষায় এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সঠিক ও নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন জরুরি। পার্শ্ববর্তী মিয়ানমারের নাগরিক যাতে আমাদের দেশে ভোটার হতে না পারে সেদিক বিশেষ নজর দিতে বলেন। তারা আমাদের নাগরিক পরিচয় দিয়ে বিদেশে যাবে এবং নানা কুকর্ম করে আমাদের দেশের বদনাম হয়ে আসছে।

Exit mobile version