parbattanews

বান্দরবানে ভোটার দিবসে রোহিঙ্গাদের বিষয়ে সর্তক থাকার আহ্বান

নিজস্ব প্রতিনিধি:

বান্দরবানে ভোটারদের সচেতন করতে পালিত হলেছে জাতীয় ভোটার দিবস।

এ উপলক্ষে শুক্রবার (১ মার্চ) বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. দাউদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত বক্তারা ভোটাধিকারের বিষয়ে সচেতনতা গড়ে তোলার পাশাপাশি পার্বত্য এলাকায় রোহিঙ্গারা যাতে কোন ভাবেই ভোটার হতে না পারে সেদিকে দৃষ্টি রাখার আহবান জানান।

এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল ইসলাম, সিভিল সার্জন ডা. অংশৈ প্রু মারমা, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন প্রমুখ।

সভায় জেলা প্রশাসন, নির্বাচন অফিস ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version