বান্দরবানে ভ্রাম্যমান আদালতের অভিযান: নিষিদ্ধ গাইড বই পোড়ানো হয়েছে

Bandarban Vrmmoman adalot. 16.6.2013-1

জমির উদ্দিন:

বান্দরবানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। রবিবার বিকালে ভ্রাম্যমান আদালত (মোবাইল কোর্ট) অভিযান চালিয়ে ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৩ হাজার ২০ টাকা জরিমানা আদায় করেছে এবং বাজারে ছাত্র বন্ধু লাইব্রেরী থেকে নিষিদ্ধ গাইড উদ্ধার করে তা জনসম্মুখে পোড়ানো হয়েছে।

দুইটি খাবারের হোটেলে বাসী খাবার ও ময়লা আবর্জনা থাকায় এবং অন্য একটি মনোহরি দোকানে মেয়াদ উত্তীর্ন পণ্য থাকায় জমিমানা করা হয়েছে। বান্দরবান জেলা প্রশাসনের সহকারি কমিশনার তামিম আল ইয়ামিনের নেতৃত্বে  ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, শহরের বাজারে ময়লা আর্বজনা, নোংরা পরিবেশ ও বাসী খাবার রাখার দায়ে হোটেল আমিরাবাদ ও ভাই ভাই হোটেলকে এক হাজার করে দুই হাজার টাকা এবং মনোহরি দোকান  প্রকাশ আঙ্গা মিয়ার দোকানে মেয়াদ উত্তীর্ন খাদ্য সামগ্রী পাওয়ায় ১০২০ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে ভ্রাম্যমান আদালতের অভিযানে বাজারে ছাত্র বন্ধু লাইব্রেরী থেকে বেশ কিছু নিষিদ্ধ গাইড উদ্ধার করে তা জনসম্মুখে পোড়ানো হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন