parbattanews

বান্দরবানে ভ্রাম্যমান আদালতের অভিযান

নিজস্ব প্রতিনিধি:

বান্দরবানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নোমান হোসেন প্রিন্স এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় ভোক্তাদের নিরাপদ খাদ্য সরবরাহ ও ভেজাল প্রতিরোধ করার লক্ষ্যে বেশ কয়েকটি খাবার দোকানে অভিযান চালানো হয়।

এসময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে রান্না করে খাবার পরিবেশনের দ্বায়ে রুপসী বাংলা হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ফিস্ট রেস্টুরেন্টের ফ্রিজে অস্বাস্থ্যকর অবস্থায় কাচাঁ ও আধা সিদ্ধ মাছ ও মুরগির মাংস একসাথে সংরক্ষণ করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা এবং শৈমং প্রু পানি সরবরাহকারী ব্যবসায়ের সরকারি কোন অনুমতিপত্র না থাকায় পানি সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন জানান, পর্যটন জেলা বান্দরবানে সকল পর্যটক ও ভোক্তাদের নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার জন্য প্রশাসন কাজ করে যাচ্ছে এবং আগামীতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version