parbattanews

বান্দরবানে মাউন্টেইন বাইসাইকেল প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মো. আব্দুলাহ

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবানে মাউন্টেইন বাইসাইকেল প্রতিযোগিতায় মো. আব্দুলাহ প্রথম স্থান অর্জন করেছেন।

অংশ নেবার লক্ষ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষ্যে শুক্রবার সকালে জাতীয় সাইক্লিং প্রতিযোগিতার উদ্যোগে এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বাইসাইকেল প্রতিযোগিতা বান্দরবান-রাঙ্গামাটি সড়কের রাজবিলার ডাক বাংলো এলাকা থেকে সাইক্লিং প্রতিযোগিতা আরম্ভ হয়। প্রতিযোগিতায় প্রায় ৫০জন অংশ নেয়।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধন করেন।

সূত্র জানায়, রাজবিলার ডাক বাংলো এলাকা থেকে সাইক্লিং প্রতিযোগিতায় শুরু পাহাড়ি দুর্গম পথ বেয়ে দীর্ঘ ২৫ কিলোমিটার পথ অতিক্রম করে শহরের স্থানীয় রাজার মাঠে শেষ হয়। মাত্র ৫৫ মিনিট সময় অতিক্রম করে প্রতিযোগিতার প্রথম হন মো. আব্দুলাহ্। তিনি পেশায় রিক্সা ও সাইকেল ম্যাকানিক। ৫৭ মিনিটে মো. কাউসার ৫৮ মিনিট ৩৩ সেকেন্ড ৩য় মাহামুদুল হাসান (সোহান) ২য় ও ৩য় স্থান লাভ করে। এছাড়া আরো ছয়জন প্রতিযোগীকে বিজয়ী হিসেবে নেয়া হয়েছে।

আয়োজকেরা জানান, আসন্ন বিজয় দিবসে ঢাকায় জাতীয় মাউন্টেইন বাইসাইকেল প্রতিযোগিতায় বান্দরবান থেকে এ আটজনকে প্রশিক্ষণ দিয়ে প্রতিযোগিতায় পাঠানো হবে।

Exit mobile version