parbattanews

বান্দরবানে মাদক বিরোধী সাইক্লিং ক্যাম্পেইন

মাদকের বিরুদ্ধে জনগণকে সচেতন এবং আন্তর্জাতিক মাউন্টেন বাইকিং প্রতিযোগিতায় যোগ দেওয়ার লক্ষ্যে বান্দরবানে সাইক্লিং ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে বান্দরবান জেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাইকেল চালিয়ে সাইক্লিং ক্যাম্পেইনের উদ্বোধন করেন বাংলাদেশ ক্যারাটে ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা।

এই মাউন্টেন সাইক্লিং ক্যাম্পেইনে অংশ নিচ্ছেন দেশের অন্যতম সাইক্লিং রেসার মো. কাউসার, প্রমিত কান্তি দাশ, আদর দাশ, মো. আব্দুল্লাহ, উসাইন ম্রয়’সহ আরও অনেকে।

সাইক্লিং ক্যাম্পেইন উদ্বোধনকালে বাংলাদেশের দ্রুততম বাইকার কাউসার বলেন, ভারতে হিমালয় এমটিভি মাউন্টেন সাইক্লিং রেস ২০১৮ সালে আমি অংশগ্রহণ করেছিলাম। তবে অ্যাক্সিডেন্টের কারণে ফিনিশিং দিতে পারিনি। আশা করি আগামীতে অংশগ্রহণ করে দেশের সুনাম অর্জন করতে সক্ষম হব।

এসময় চেয়ারম্যান ক্যশৈহ্লা জানান, জনসচেতন, মাদকবিরোধী প্রচারণাসহ আন্তর্জাতিক মাউন্টেন সাইক্লিং প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে বান্দরবানে সাইক্লিং ক্যাম্পেইন করা হচ্ছে। ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা রোয়াংছড়ি, রুমাসহ থানচি ডিম পাহাড় হয়ে লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়িতে সাইক্লিং ক্যাম্পেইন করবেন। ক্যাম্পেইনে তারা মাদকবিরোধী জনসচেতনতায় প্রচার চালাবে। পাশাপাশি আমরা জেলা পরিষদ থেকে বিভিন্ন সহায়তা দিয়ে ক্যাম্পেইনের মাধ্যমে বাইকারদের আন্তর্জাতিক মানের মাউন্টেন সাইক্লিং রেসার হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি।

Exit mobile version