parbattanews

বান্দরবানে মানবাধিকার রক্ষায় সাংবাদিকদের ভূমিকা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ

বান্দরবান প্রতিনিধি:

মানবাধিকার রক্ষায় আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে বান্দরবান প্রেসক্লাবের হলরুমে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের আয়োজনে বান্দরবানের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এসময় প্রশিক্ষণে মানবাধিকার, নারী ও শিশু আধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ দেয়া হয়।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক খায়েররুজাম্মান কামাল, সদস্য শাহানাজ পপি, চৌধুরী আতাউর রহমান, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি এমএ হাকিম চৌধুরী, সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমনসহ প্রমুখ।

দিনব্যাপী এই প্রশিক্ষণে জেলা উপজেলার ২৫জন সংবাদকর্মী অংশ গ্রহণ করে।

Exit mobile version