parbattanews

বান্দরবানে মেয়র পদে ৫ জনই বৈধ: বাতিল ৩ কাউন্সিলর প্রার্থী

বান্দরবান সদর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৫ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম। মঙ্গলবার (১৯জানুয়ারি) জেলা নির্বাচন অফিস মিলনায়তনে তাদের নাম ঘোষণা করা হয়।

মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতার জন্য বৈধতা পাওয়া প্রার্থীরা হলো বর্তমান মেয়র মোহাম্মদ ইসলাম বেবী (নৌকা), সাবেক মেয়র মোহাম্মদ জাবেদ রেজা (ধানের শীষ), মো. শাহ জাহান (লাঙ্গল), পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সমর্থিত মোহাম্মদ নাছির উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী বিধান লালা।

এদিকে সাধারণ কাউন্সিলর পদে নয়টি ওয়ার্ডে মোট ৩৮ জন মনোনয়ন ফরম জমা দিলেও ঋণ খেলাপীর কারণে মনোনয়ন বাতিল হয়েছে ১নং ওয়ার্ডের সুকুমার শীল, মো. আবুল কালাম এবং ৯নং ওয়ার্ডের মো. আরিফুল ইসলাম চৌধুরীর।

বান্দরবান রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, প্রতীক বরাদ্দ পাওয়ার জন্য নয়টি ওয়ার্ডে ৫ মেয়র প্রার্থী, ৩৫ জন সাধারণ কাউন্সিল ও ৭ জন সংরক্ষিত আসনের প্রার্থী রয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি বান্দরবান পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।

Exit mobile version