parbattanews

বান্দরবানে ম্রো সম্প্রদায়ের চংক্রান উৎসব পালন

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:

পার্বত্য জেলা বান্দরবানে ম্রো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চাংক্রান উৎসব শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের সাকখয় পাড়া ব্রিকফিল্ড মাঠে বর্ষবরণের এই উৎসব আয়োজন করা হয়।

চংক্রান উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ উৎসবস্থলে উপস্থিত হলে ম্রো সম্প্রদায়ের তরুণ-তরুণীরা তাদের ঐতিহ্যবাহী নৃত্য ও বাশি নৃত্যের মাধ্যমে তাঁদের স্বাগত জানান।

এসময় প্রধান অতিথি ম্রো সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, পিছিয়ে থাকা ম্রো জনগোষ্ঠিকে এগিয়ে যেতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। জাতি শিক্ষিত হলে দেশ স্বনির্ভর হবে।

উৎসব আয়োজনে ছিল ম্রোদের ঐতিহ্যবাহী হস্তশিল্প সামগ্রী তৈরি প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, পিঠা উৎসব, লোকসংগীত অনুষ্ঠান, লোকনৃত্য প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল কালাম, জেলা পুলিশ সুপার মুহাম্মদ জাকির হোসেন মজুমদার, সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদস্য সিং ইয়ং ম্রো, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল আজিজ, ক্ষুদ্র নৃগোষ্টী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মংনু চিং, টংকাবতী ইউপি চেয়ারম্যান পুলুকান ম্রোসহ ম্রো সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করতে ম্রো সম্প্রদায় এই উৎসব পালন করে থাকে।

Exit mobile version