parbattanews

বান্দরবানে ম্রো সম্প্রদায়ের চাংক্রান উৎসব উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ম্রো সম্প্রদায় শুভ চাংক্রান পোয়ে (বর্ষবরণ) উৎসব উদযাপন করেছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ম্রো লং পাড়ায় এ উৎসব উদযাপন করা হয়।

উৎসব উপলক্ষে সকালে ম্রোদের ঐতিহ্যবাহী খেলাধুলার মধ্যে সুতা তৈরি, পুতির মালা তৈরি, ট্যাকেট খেলা, তক্রুং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় ম্রো সম্প্রদায়ের নারী ও পুরুষেরা তাদের বৈচিত্র্যময় পোশাক পরিধান করে নেচেঁ গেয়ে আনন্দ উদযাপন করে।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় ও বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে ম্রোদের চাংক্রান পোয়ে উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী ক্রীড়া ও লোকনৃত্য প্রতিযোগিতা এবং লোক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।

বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) মং নু চিং এর সভাপতিত্বে উৎসবে আরও উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং খুমী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের সহকারী পরিচালক লীলা মুরুং, সুয়ালক ইউনিয়নের চেয়ারম্যান উক্যনু মারমা, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক প্রমুখ।

Exit mobile version