parbattanews

বান্দরবানে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

bandarban-bnp-pic-18-11

নিজস্ব প্রতিবেদক

বান্দরবান জেলা  যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দলের মিছিলে বাঁধা দিয়েছে পুলিশ। শুক্রবার বিক্ষোভ সমাবেশ ও মিছিলে পুলিশের বাঁধার মুখে বাজারস্থ চৌধুরী মার্কেটে সমাবেশ করে।

জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা যুবদলের সভাপতি মো. হারুনুর রশিদ এর সভাপতিত্বে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নিবার্হী কমিটির সদস্য সাচিং প্রু জেরী, জেলা বিএনপির সহ সভাপতি আবদুল কুদ্দুছ, সাধারন সম্পাদক আজিজুর রহমান, থানছি উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গির আলম, পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, সাধারন সম্পাদক নজরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, গণতান্ত্রিক দেশে আজ প্রতিবাদ করার অধিকার ও নেই জনগনের। দেশ চালাচ্ছে স্বৈরশাসক। বক্তরা গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

Exit mobile version