parbattanews

বান্দরবানে যৌথ অভিযানে নারীসহ আরও ৩ জন গ্রেফতার

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর পৃথক অভিযানে আরও ৩ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকালে রুমা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- লাল চেও সাং সাইলুক বমের মেয়ে লাল রিন তোয়াং বম (২০), ঙুনদাং বম এর ছেলে ভান নুয়াম থাং বম (৩৭) এবং লাল মুয়ান বম এর ছেলে ভান লাল থাং বম (৪৫)। তারা সকলেই রুমা সদর ইউনিয়নের ইডেন পাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযানে রুমা থানার ৫টি মামলার সন্দেহভাজন ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃতদের আগামীকাল আদালতে এ সোপর্দ করা হবে।

এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, রুমা থানার ৫টি মামলার সন্দেহভাজন আসামী হিসেবে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযানে ৩ জনকে আটক করে বান্দরবান সদর থানায় নিয়ে আসা হয়েছে। আগামীকাল তাদেরকে কোর্ট এ সোপর্দ করা হবেও জানান তিনি।

এদিকে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর প্রধান নাথামং বম এর স্ত্রী লেনসমকিম বমসহ দুই সিনিয়র স্টাফ নার্স কে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লালমনিরহাট জেলায় স্ট্যান্ড রিলিজ করেছে বান্দরবান স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে পাহাড়ে যৌথ বাহিনীর সাড়াশি অভিযানে ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

Exit mobile version