parbattanews

বান্দরবানে রবির থ্রিজি নেটওয়ার্ক চালু

robi-300_1

স্টাফ রিপোর্র্টার:
পার্বত্য জেলা বান্দরবান এখন থ্রিজি নেটওয়ার্কের আওতায়। বুধবার বিকেল থেকে মোবাইল কম্পানি ‘রবি’ থার্ড জেনারেশন (থ্রিজি) মোবাইল সার্ভিস চালু করেছে। থ্রিজি চালু হওয়ার তথ্য মাইকে প্রচার করার পর থেকে শহরের মোবাইল দোকানগুলোতে থ্রিজি সুবিধা সংবলিত অ্যানড্রয়েড মোবাইল ফোনসেট বিক্রির ধুম পড়েছে।
বৃহস্পতিবার তরুণ-তরুনিরা অ্যানড্রয়েড মোবাইল ফোনসেট থ্রিজি ব্যাবহারকালে বিপত্তির কথা জানান।

তারা বলেন, নেটওয়ার্ক দুর্বল এক-দেড় মিনিট কথা বলার পর লাইন কেটে যায়। এছাড়া এক অপারেটর থেকে অন্য অপারেটরে ব্যাবহার করা কষ্টকর হয়ে পড়েছে এবং দুর্বল নেটওয়ার্কের কারণে অতিরিক্ত টাকা গচ্ছা যাচ্ছে।

এদিকে গ্রামীণ ফোনও খুব শিগগিরই থ্রিজি নেটওয়ার্ক চালু করতে যাচ্ছে। কম্পানির কমিউনিকেশন সার্ভিসের একটি সূত্র জানায়, দুই-একদিনের মধ্যেই পরীক্ষামূলক নেটওয়ার্ক দেওয়া হতে পারে। তবে এ অঞ্চলে সবার আগে আসা মোবাইল নেটওয়ার্ক অপারেটর টেলিটক কখন থ্রিজি নেটওয়ার্ক উন্মুক্ত করবে সে সম্পর্কে কোনো তথ্য জানা যাচ্ছে না।

Exit mobile version