parbattanews

বান্দরবানে রামঠাকুরের আবির্ভাব উৎসব

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে সনাতনী সম্প্রদায়ের অন্যতম রাম ঠাকুরের ১৫৯তম আবির্ভাব স্মরণ উৎসব নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে ।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) দিন ব্যাপী রাম ঠাকুর সেবক সংঘের উদ্যোগে হাফেজ ঘোনা মন্দির প্রাঙ্গণে স্মরণ উৎসব পালন করা হয় ।

আবির্ভাব উৎসব উদযাপন কমিটির সভাপতি উজ¦ল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুপাল দাশ, অর্থ সম্পাদক নোবেল দাশ প্রমুখ।

এ উপলক্ষে সকালে প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। এরপর ঠাকুরের চিত্রপঠ স্থাপণ, প্রাণ প্রতিষ্ঠা, গীতা পাঠ, ধমীয় সঙ্গীত পরিবেশন, আনন্দ বাজারে মহা প্রসাদ বিতরণসহ চলে নানা ধর্মীয় অনুষ্ঠান।

এদিকে রাম ঠাকুরের ১৫৯তম আর্বিভাব উৎসব উপলক্ষে উৎসবস্থলে জেলা ও উপজেলার বিভিন্ন স্থান থেকে সনাতনী ভক্তদের আগমন ঘটে। সন্ধ্যায় গুরুপূজা ভোগ আরতির মধ্য দিয়ে দিনব্যাপী উৎসবের সমাপ্তি হবে।

Exit mobile version