বান্দরবানে রেড ক্রিসেন্ট সোসাইটির তিনদিনের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শুরু

 

স্টাফ রির্পোটার :

বান্দরবানে সমাজ ভিত্তিক তিন দিনের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ শনিবার বান্দরবান জেলা ইউনিটের সদস্যদের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে বান্দরবান প্রেস ক্লাবের হল রুমে এ প্রশিক্ষণ শুরু হয়। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিএচটি-সিডিআই কর্মকর্তা নাজমুল আজম খাঁন, সংস্থাটির মনিটরিং ও ইভালুয়েশন কর্মকর্তা সাখাওয়াত হোসেন ও বান্দরবান রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মো. ইসহাক উপস্থিত ছিলেন।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফিল্ড কো-অডিনেটর কেরামত আলী ও প্রজেক্ট অফিসার মোশারফ হোসেন। বান্দরবান ইউনিটের ২৫ জন প্রশিক্ষণে অংশ নেয়। প্রশিক্ষণার্থীরা জেলার প্রাকৃতিক ও মানুষের সৃষ্ট দূর্যোগ কালীন সময়ে সেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন কাজে অংশ নিবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন