parbattanews

বান্দরবানে লালন স্মরনোৎসব

বান্দরবান প্রতিনিধি:

মরমি মনিষী মহাত্মা লালন ফকির সাইঁজির ১২৯তম তিরোভাব দিবস উপলক্ষে লালন সংবর্ধনা ও স্মরনোৎসব ও লালন সংঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার(১৯ এপ্রিল)বিকালে বান্দরবান লালন পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বান্দরবান লালন পরিষদের সভাপতি দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উসৈসিং।

এই সময় আরও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, পেীর মেয়র ইসলাম বেবী, জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, কুষ্টিয়া লালন পরিষদের সদস্যবৃন্দ সহ আরো অনেকে।

অনুষ্ঠানে অথিতিরা বলেন লালন হলেন একজন ভাব জগৎতের মানুষ। মানুষের মধ্যে বিভেদ ভুলে ভাল ও সৎ পথে চলার জন্য সাধনার জগৎ বেছে নিয়ে মানুষের সেবা করেছেন এবং তার গানের মাধ্যমে তুলে এনেছেন সকল মানুষের মনের ভিতরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে।

তাই তিনি গেয়ে গেছেন সময় গেলে সাধন হবে না। প্রতি বছর এই দিনে তার স্মরনোৎসব পালন করেন বান্দরবানের লালন ভক্তবৃন্দ।

Exit mobile version