parbattanews

বান্দরবানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১২৯তম জন্ম মহোৎসব উদযাপন

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১২৯তম জন্ম মহোৎসব উদযাপিত হয়েছে। ১২৯তম জন্ম মহোৎসব উপলক্ষে শুক্রবার থেকে বান্দরবানের মেঘলায় সৎসঙ্গ বিহারে আয়োজন করা হয় নানা আনুষ্ঠানিকতা। ভোরে শুরু হয় ঊষাকীর্তন এরপর চলে সমবেত প্রাত:কালীন বিনতি, নামজপ ও অমিয় গ্রন্থাদি পাঠ, সমবেত বিনিত প্রার্থনা ও ঠাকুরের আর্শীবাদ পাঠ। দুপুর বারটায় শুরু হয় সাধারণ সভা।

সৎসঙ্গ বাংলাদেশ এর নির্বাহী সম্পাদক অধ্যাপক প্রদীপ কুমার দেবের সভাপতিত্বে এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাসসহ  শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিভিন্ন শিষ্য ও ভক্তরা।

দিনব্যাপী নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যাকালীন প্রার্থনার মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১২৯তম জন্ম মহোৎসবের সমাপ্তি ঘটবে।

Exit mobile version