parbattanews

বান্দরবানে সড়কে নলকূপ স্থাপন বন্ধ করলেন ইউএনও

বান্দরবানে সড়ক ও জনপথের (সওজ) জায়গায় নলকূপ স্থাপন বন্ধ করে দিয়েছে প্রশাসন।

শুক্রবার (২৬ এপ্রিল ) সাঙ্গু সেতুর সংযোগ সড়কে গভীর নলকূপ স্থাপনের অভিযোগ পাওয়ার পর কাজ বন্ধ করে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা।

এদিকে সরকারি জায়গায় ও সেতুর সংযোগ সড়কে গভীর নলকূপ স্থাপনে জড়িতদের বিরুদ্ধে জনস্বার্থে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন মো. লিটন নামে এক ব্যক্তি।

মামলায় দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ওই জায়গায় স্থিতাবস্থায় বজায় রাখার জন্য গত বৃহস্পতিবার সদর থানার ওসিকে নির্দেশ দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চাইথোয়াইহহ্লা মারমার আদালত।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা জানান, সেতুর সংযোগ সড়কে নলকূপটি স্থাপনের কাজ চলছিল। সড়ক খুঁড়ে তারা সেতুর ঝুঁকি সৃষ্টি করছিল। এজন্য কাজ বন্ধ করে দেয়া হয়েছে।

Exit mobile version