বান্দরবানে সদর দপ্তর ৬৯ পদা‌তিক ব্রিগে‌ডের ৪৫তম প্রতিষ্ঠা বা‌র্ষিকী উদযাপন

fec-image

বান্দরবানে সদর দপ্তর ৬৯ পদা‌তিক ব্রিগে‌ডের ৪৫তম প্রতিষ্ঠা বা‌র্ষিকী উদযাপন করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (২১‌ডি‌সেম্বর) দুপু‌রে এ উপল‌ক্ষে কেক কে‌টে এর উ‌দ্বোধন ক‌রেন ৬৯ পদা‌তিক ব্রিগে‌ডের কমান্ডার ব্রিগেয়ার জেনা‌রেল মো. জিয়াউল হক।

এসময় পার্বত‌্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রীর সহধর্মী‌নি মেহ্লা প্রু মারমা, বান্দরবান পু‌লিশ সুপার জে‌রিন আখতার, সদর জোন কমান্ডার লে: ক‌র্নেল মোহাম্মদ মঈনুল হক, অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) ‌মো. লুৎফুর রহমান, বান্দরন রি‌জিয়‌নের জিটু আই মো. এরশাদ উল্লাহ, বান্দরবান বোমাং রাজা উচ প্রু মারমা, অব: ক‌র্নেল মো. আইয়ুবসহ সেনা কর্মকর্তা, বি‌ভিন্ন অ‌ফি‌সের কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

এসময় বান্দরবান ব্রিগেড কমান্ডার ব‌লেন, আ‌মি এখা‌নে নি‌য়ো‌জিত আ‌ছি, এবং এ দি‌নে এখা‌নে দা‌য়িত্ব পালন ক‌রে আ‌মি গ‌র্বিত বোধ কর‌ছি। প্রথম থে‌কেই সেনাবা‌হিনী পার্বত‌্য এলাকায় অত‌্যান্ত ঝুঁ‌কি নি‌য়ে সফলতার স‌হিত কাজ কর‌ছে। এখা‌নে পিছি‌য়ে পড়া জন‌গো‌ষ্ঠির আর্থ সামা‌জিক উন্নয়‌নে সেনাবা‌হিনী কাজ ক‌রে যা‌চ্ছে। তি‌নি ব‌লেন, আপনাদের সাহা‌য্যে নি‌য়ে আমরা একসা‌থে কাজ কর‌তে চাই। দূর্গম এলাকার মানুষ‌ যারা এখা‌নো আধু‌নিকতার ছোয়া পায়‌নি তা‌দের আমরা এক‌বিংশ শতাব্দী‌তেই আধু‌নিকতার ছোয়া দি‌তে চাই। ভ‌বিষ‌্যতেও সক‌লের জন‌্য উন্নয়‌নের ধারা অব‌্যহত থাক‌বে ব‌লেও জানান তি‌নি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন