parbattanews

বান্দরবানে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণের সনদ বিতরন

নিজস্ব প্রতিবেদক:

বান্দরাবনে প্রান্তিক জনপদের তথ্য প্রযুক্তি নির্ভর সাংবাদিকতা সম্পর্কে অবহিত করার লক্ষে ৩দিন ব্যাপী সাংবাদিকদের বুনিয়াদী প্রশিক্ষন সমাপন হয়েছে। শুক্রবার প্রেস ইনস্টিটিউটের উদ্যোগে ও বান্দরবান প্রেসক্লাবের সহযোগিতায় প্রেস ক্লাবের হল রুমে প্রশিক্ষণের সমাপনের প্রধান অতিথি ছিলেন প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শাহ আলমগীর। দৈনিক সচিত্র মৈত্রী সম্পাদক অধ্যাপক মো.ওসমান গণির সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাদশা মিঞা মাষ্টার, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু বক্তব্য রাখেন।

এসময় সাংবাদিক মনিরুল ইসলাম মনু, ক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, এম কাশেমী, পিআইবি প্রশিক্ষক কর্মকর্তা পারভিন সুলতানা রাব্বি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি শাহ আলমগীর বলেন, সাংবাদিকতা বিশেষ কোন মাতি গোষ্ঠি বা বর্ণের জন্য নয়। সাংবাদিকতা জন কল্যানে দেশ ও জাতির সার্থে। বস্তু নিষ্ঠা ও সত্য সংবাদ প্রকাশ করা সাংবাদিকের কাজ। সমাজের রন্দ্রে রন্দ্রে লুকিয়ে থাকা অনিয়ম, দুর্নীতি, ঘুষ, মাধক ব্যবসা ইত্যাদি কু-কর্ম গুলি দেশ ও জাতীর সার্থে সংবাদের মাধ্যমে প্রকাশ করা সাংবদিকের নৈতিক দায়ীত্ব তিনি প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে ৫জন নারীসহ জেলায় কর্মরত ৩০জন সাংবাদিক অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Exit mobile version