parbattanews

বান্দরবানে সামরিক প্রশিক্ষণের গোলা বিস্ফোরণে নিহত ১

images

স্টাফ রিপোটার:

বান্দরবানের হলুদিয়া আর্টিলারি প্রশিক্ষণ কেন্দ্রে থেকে বিমান বাহিনীর নিক্ষিপ্ত ভারি গোলা বিস্ফোরণে বেলাল হোসেন (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা সদরের সুয়ালক ইউনিয়নের ভাগ্যকূল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বেলাল আর্টিলারি প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন বান্দরবান সদর উপজেলার কাইচতলী গ্রামের বাসিন্দা।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর ইমতিয়াজ আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, , সকালে ভাগ্যকূল এলাকা থেকে ছয়/সাত কিলোমিটার দুরে ভারী অস্ত্রের ফায়ারিং রেঞ্জে বিমান থেকে গোলা বর্ষণ করা হচ্ছিল। এ সময় একটি ভারী গোলার আঘাতে বেলাল হোসেনের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। গোলাবর্ষণ প্রশিক্ষণ চলাকালে আর্টিলারি প্রশিক্ষণ কেন্দ্রের আওতাভুক্ত এলাকায় ব্যক্তি বা যানবাহনের চলাচলের ওপর জারি করা নিষেধাজ্ঞা উপেক্ষা করে দরিদ্র শ্রেণীর এসব বাঁশ সংগ্রকারীরা নিরাপত্তা কর্মীদের দৃষ্টি এড়িয়ে অত্র এলাকায় ঢুকে পড়েছিলেন।

তিনি বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে বেলাল হোসেন বাঁশ ও বোমার ভগ্নাংশ (তামা ও লোহা) সংগ্রহের জন্য ঐ এলাকায় গেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত বেলালের ছিন্নভিন্ন দেহ উদ্ধার করে পুলিশের একটি দল।

Exit mobile version