বান্দরবানে সেনাবহিনী ও বনবিভাগের অভিযান, বিপুল পরিমাণ কাঠ ও ট্রাক জব্দ

487274_356582424455553_1631635007_n

মো: কামরান ফারুক

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ের লুলাইং এলাকায় বন বিভাগ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে গাছ কাটা ও পাচারের অভিযোগে ৩ জনকে আটক করেছে। তারা হলেন ট্রাক চালক মো. আনোয়ার (৩১), শ্রমিক নুরুল কবির (৩৬), মো. জাহাঙ্গীর আলম (৩৫)। এ সময় ওই এলাকার নয়াপাড়া, মাঝের মংহাপাড়া ও উপরের মংহা পাড়া থেকে সেগুন, গর্জন, চাপালিশসহ বিভিন্ন প্রজাতির মূল্যবান প্রায় ৪শ ঘনফুট কাঠ এবং পাচার কাজে ব্যবহার করা ২টি ট্রাক (চট্টমেট্রো-১৭২ ও চট্টগ্রাম-৫৯১) জব্দ করেছেন। অভিযানের নেতৃত্ব দেন লামা বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী ও লামা আর্মি ক্যাম্পের সার্জেন্ট ফজলুর রহমান। আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা রুজু করে গত সোমবার দুপুরে আদালতে তুললে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয় সুত্র জানায়, গত চার বছর ধরে পার্শ্ববর্তী চট্টগ্রাম জেলার লোহাগাড়ার ৫০-৬০ জনের সশস্ত্র বনদস্যু জোর পূর্বক স্থানীয় আদিবাসী ও বাঙ্গালীদের সৃজিত বাগান, প্রাকৃতিক ও সংরক্ষিত বনাঞ্চল থেকে অবাদে গাছ কেটে পাচার করে আসছে। এ কারণে এলাকার পাহাড়গুলো এখন বৃক্ষ শূণ্য প্রায়। আর কর্তনকৃত কাঠ পরিবহন কাজে ব্যবহার করছে ২৩টি পোষা হাতি। এসব হাতিগুলো দুর্গম পাহাড়ী এলাকার একমাত্র পানির উৎস্য ঝিরি ঝর্ণা ও আদিবাসী বাঙ্গালীদের ফলজ বনজ বাগানসহ জুমক্ষেত খেয়ে ও পদপিষ্ট করে বিনষ্ট করছে। ফলে ওই এলাকার আদিবাসী পাড়াগুলোতে তীব্র পানি ও খাবার সংকট দেখা দেয়। এর প্রতিবাদ করলে বনদস্যুরা তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এসব বিষয়ে স্থানীয় ১৮জন মৌজা হেডম্যান ও কারবারী প্রতিকার চেয়ে গত ১১ এপ্রিল প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দাযের করেন। অভিযোগের সূত্র ধরে গত বৃহসপতিবার লামা বন বিভাগ ও সেনাবাহিনীর সদস্যরা অভিযানে বের হয়। এ সময় কাঠ ভর্তি ২টি ট্রাক ও ৩জনকে আটক করা হয়। লুলাইং মৌজা হেডম্যান কানপর মুরুং মুঠোফোনে জানান, অভিযানের টের পেয়ে বনদস্যুরা হাতিগুলো নিয়ে গভীর পাহাড়ে গা ঢাকা দিয়েছে। অভিযানের সত্যতা স্বীকার করে লামা বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী মুঠোফোনে বলেন, অবৈধভাবে গাছ কাটা ও কাঠ পাচার রোধে অভিযান চালিয়ে কাঠ ও ৩জনকে আটক করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন