parbattanews

বান্দরবানে সেনাবাহিনীর গোলা বিস্ফোরনে রোহিঙ্গা আহত

বান্দরবানে সেনাবাহিনীর ভারী অস্ত্র ফায়ারিং রেঞ্জ এলাকায়  পরিত্যক্ত গোলা বিস্ফোরণে এক রোহিঙ্গা আহত হয়েছে।

রবিবার (২৩ জুন) বিকেলে ঘটনাটি ঘটেছে জেলা সদরের সুয়ালক ইউনিয়নের সেনাবাহিনীর অস্ত্রের ফায়ারিং রেঞ্জ এলাকায়। আহত ব্যক্তির নাম মোহাম্মদ হানিফ (২৫)।

জানা গেছে, পরিত্যক্ত গোলা থেকে তামা ও বিস্ফোরক নিতে গেলে পরিত্যাক্ত গোলাটি বিস্ফোরণ ঘটে ঘটনার পর পর আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয়রা বান্দরবান সেনা হাসপাতালে নিয়ে যায়।

সুয়ালক ইউনিয়নের ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা জানান, আহত হানিফ ব্যক্তি মায়ানমারের রোহিঙ্গা নাগরিক।

প্রসঙ্গত, অস্ত্র ফায়ারিং রেঞ্জ এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও সুয়ালক এলাকায় একটি চক্র লোভের কারণে পরিত্যক্ত গোলা থেকে মূল্যবান ধাতু সংগ্রহ কাজে জড়িত রয়েছে।

Exit mobile version