parbattanews

বান্দরবানে সেনাবাহিনীর রেশন ও সংগ্রহকৃত খাদ্য কর্মহীন মানুষের মাঝে বিতরণ

বান্দরবানে কঠোর লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের মাঝে নিজেদের বরাদ্দকৃত রেশনের খাদ‌্য ও নিজস্ব ব্যবস্থাপনায় সংগ্রহকৃত খাদ্য বি‌লি‌য়ে বিতরণ করেছে সেনা জোন।

বৃহস্প‌তিবার (৮ জুলাই) সকা‌লে বান্দরবান স্টেডিয়াম সংলগ্ন জিম‌নে‌সিয়া‌মে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডারের নির্দেশে ও বান্দরবান সেনা রিজিয়নের তত্বাবধানে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এই সময় বান্দরবান সেনা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আখতার উস সামাদ রাফি, ক্যাপ্টেন ফারহান ইসরাক চৌধুরীসহ জোন স্টাফ অফিসার এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় সেনা কর্মকর্তারা বলেন, ‘বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা কর্মহীন পরিবারকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে সামাজিক দূরত্ব নিশ্চিত ক‌রে মানবিক সহযোগীতা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকের এই বিশেষ মানবিক সহায়তা কর্মসূচি। আমরা নিজেদের বরাদ্দকৃত রেশন থেকে এবং নিজস্ব ব্যবস্থাপনায় সংগ্রহকৃত খাদ্য সামগ্রী কর্মহীন মানুষদের মাঝে প্রদান করছি। আমাদের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।’

Exit mobile version