parbattanews

বান্দরবানে সেনা ক্যাম্প পুন:স্থাপন ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে

বান্দরবানে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ মে) বিকেল ৪টায় বান্দরবান শহরের বাজার মসজিদ সংলগ্ন একটি রেস্টেুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে বাঙ্গালিরা বৈষম্যহীনতায় রয়েছে। পাহাড়িদের উন্নয়ন আমরাও চাই কিন্তু বাঙ্গালিদের অধিকার বঞ্চিত করে উন্নয়ন প্রশ্নবিদ্ধ। দোষারোপের রাজনীতির খাতিরে নয়, বাঙ্গালিরা নিজেদের অধিকার চান।

‘বর্তমান প্রেক্ষাপটে পার্বত্য সমস্যা সমাধানে করনীয় শীর্ষক আলোচনা’ সভায় বক্তারা আরও বলেন, পাহাড়ে শান্তি বাহিনী একসময় বাঙ্গালিদের উপর খুন-গুম চালাতো। এখন তারা বেপরোয়া হয়ে উঠেছে। আজ তারা পাহাড়িদেও খুন, ঘুম করছে।

তাই নিরাপত্তার স্বার্থে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পুন:স্থাপন, পার্বত্য অঞ্চলে যৌথ অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধার, উপজাতীয় সন্ত্রাসী কর্তৃক সকল হত্যাকান্ডের বিচার বিভাগীয় তদন্ত করে শাস্তি নিশ্চিতসহ সন্তু লারমাকে সকল পাহাড়ি-বাঙ্গালি হত্যার প্রধান আসামী করার দাবি জানান।

পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি আতিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্বত্য গবেষক লে.কর্ণেল (অবঃ) এস এম আইয়ুব, পার্বত্য নাগরিক পরিষদের সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন, সহ-সভাপতি মাওলানা এস এম ইলিয়াছ, সেক্রেটারী এডভোকেট আবু তালেব, সহ-সভাপতি সাংবাদিক মোহাম্মদ হোসেন সম্রাট, বাঙ্গালী ছাত্র পরিষদের আহ্বায়ক ফারহাদুল ইসলাম জুয়েল, যুগ্ম আহবায়ক সাহাদাৎ হোসেন বাবু, মো. নেচার উদ্দিন, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের আহ্বায়ক সায়দুল আমিন, সদস্য সাইফুল ইসলাম, মুহাম্মদ তারেক খাঁন।

অনুষ্ঠান পরিচালনা করেন বাঙ্গালী ছাত্র পরিষদের সদস্য হোসনে মোবারক।

পরে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ নিয়ে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

Exit mobile version