বান্দরবানে সেনা টহল শুরু

Bandarban armi 26.12.2013

স্টাফ রিপোর্টার : দশম জাতীয় সংসদ নির্বাচন নিবিঘ্ন করতে বান্দরবানে মাঠে নেমেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সকাল থেকে জেলা শহরের গুরুত্বপূর্ণ সকল সড়ক প্রদক্ষিণ করছে সেনাবাহিনীর টহল দল।

বান্দরবান জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, দশম জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে জেলার সেনাবাহিনী সকাল থেকেই কাজ শরু করছে। সূত্র আরও জানায়, নাশকতাসহ আইন-শৃংখলা বিরোধী যে কোনো কার্যকলাপ মোকাবেলায় পুলিশের পাশাপাশি এখন সেনাবাহিনীও কাজ করবে।

সেনা বাহিনী সূত্রে জানা যায়, দশম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতায় সেনাবাহিনী মাঠে কাজ করবে। বান্দরবান ৬৯ বিগ্রেডের অধীনে সদর জোনের তত্ত্বাবধানে সাতকানিয়া ও লোহাগড়া এলাকায় সেনাবাহিনী কাজ করবে। আজ বান্দরবান শহর প্রদক্ষিণ শেষে সেনা টহল কেরাণীরহাট, বিসির মোড়, সাতকানিয়া ও লোহাগড়া এলাকা প্রদক্ষিণ করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন