parbattanews

বান্দরবানে সেনা রিজিয়নের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে মানবতার সেবায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী ।

সোমবার (২৫ মার্চ) সকালে বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় বান্দরবান ৭ ফিল্ডের এম্বুলেন্স হল প্রঙ্গণে এই চক্ষু সেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চক্ষু সেবা কার্যক্রমের উদ্ধোধন করেন বান্দরবান সেনা রিজিয়নের বিগ্রেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরান।

এই সময় আরও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার এস এম আবদুল্লাহ আল আমিন, জি টু আই মেজর মো. ইফতেখার হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, সিভিল সার্জন ডা: অংশৈ প্রু মারমা, চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের ডা: সফিকুল ইসলাম ভুইয়া, ডা: বেলাল উদ্দিন খান, ডা: কথক দাশসহ আরও অনেকে।

এসময় বান্দরবানের বিভিন্ন জেলা-উপজেলার প্রায় ৫ শতাধিক গরীর দুস্থদের মাঝে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

Exit mobile version