parbattanews

বান্দরবানে সেলাই মেশিন প্রশিক্ষণ সম্পন্ন

Bandarban pic-1.5

স্টাফ রিপোর্টার:
বান্দরবান সদর উপজেলার পিছিয়ে থাকা নারীদের মাস ব্যাপী সেলাই মেশিন প্রশিক্ষন সম্পন্ন হযেছে। এ উপলক্ষে রবিবার উপজেলা হল রুমে ৮জন নারী প্রশিক্ষনার্থীদের সনদ ও সেলাই মেশিন প্রধান করেন সদর উপজেলার চেয়ারম্যান এম আবদুল কুদ্দুছ।

এসময় উপজেলার ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াই চিং প্রুসহ উপজেলার প্রশাসনের কর্মকতারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, নারীদের স্বাবলম্বী গড়ে তোলার জন্য উপজেলা প্রশাসন অসচ্ছল নারীদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। এক সময় নারীরা পিছিয়ে থাকলেও বর্তমানে সর্বক্ষেত্রে নারীরা অবদান রাখছেন। তবে সমতলের চেয়ে পাহাড়ের নারীরা এখনো অনেক পিছিয়ে রয়েছে।

জেলার অধিকাংশ নারী অশিক্ষিত। নিজেরা অশিক্ষিত হলেও তাদের শিশুদের শিক্ষিত গড়ে তুলতে নারীরা বিভিন্ন কাজে পরিশ্রম করে যাচ্ছে।

Exit mobile version