parbattanews

বান্দরবানে স্কুল ব্যাংকিং বিষয়ক কনফারেন্স

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবানে নতুন প্রজন্মের মধ্যে সঞ্চয়ী মনোবৃত্তি সৃষ্টি এবং সংশ্লিষ্ট সবাইকে ব্যাংকিং চ্যানেলে সকল লেন-দেন সম্পাদনে আগ্রহী করে তোলার লক্ষ্যে স্কুল ব্যাংকিং বিষয়ে দিনব্যাপী এক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৬ জানুয়ারি) বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং বাংলাদেশ কৃষি ব্যাংক বান্দরবান আঞ্চলিক বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এই কনফারেন্সে বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং বান্দরবান অঞ্চলের বিভিন্ন তফশিলি ব্যাংকের ব্যবস্থাপকগণ অংশ নেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার এস এম সেলিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কৃষি ব্যাংকের আঞ্চলিক নিরীক্ষা বিভাগের এসিসট্যান্ট জেনারেল ম্যানেজার সুব্রত ত্রিপুরা, বান্দরবান অঞ্চলের রিজিওনাল ম্যানেজার উৎপল কুমার চক্রবর্তী এবং বান্দরবান জেলা শিক্ষা অফিসার সোমা রাণী বড়ুয়া কনফারেন্সে বক্তব্য দেন।

এর আগে স্কুল ব্যাংকিং বিষয়ে ব্যাংকার ও শিক্ষার্থীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

Exit mobile version