parbattanews

বান্দরবানে স্টেডিয়ামে একযোগে গেয়েছে জাতীয় সঙ্গীত

Bandarban pic-26 march

স্টাফ রিপোর্টার:
সকাল থেকেই বান্দরবানের সব জন¯্রােতের গন্তব্য শহরের স্টেডিয়ামে। সবার লক্ষ্য একসঙ্গে প্রিয় জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচিতে যোগ দেওয়া। সকাল ৭টা থেকেই মাঠে ভিড় জমতে থাকে, শুরু হয় কুজকাওয়াজ আর শারীরিক কসরতের প্রদর্শনী।

নির্ধারিত সময় বেলা ১১টায় জাতীয় সংগীত শুরুর আগেই হাজারো মানুষের পদভারে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। নানা বয়সী মানুষের প্রাণবন্ত অংশগ্রহণ আর বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেউ এসেছেন তাঁর শিশু সন্তানকে কোলে নিয়ে, কেউবা স্ত্রী কিংবা স্বজনকে নিয়ে হাজির হয়েছিলেন। যোগ দিয়েছিলেন শহরের সব সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

আজ বুধবার সকালে স্বাধীনতা দিবসে এই আয়োজনে ছিলেন পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম, পুলিশ সুপার দেব দাশ ভট্টাচার্য্যসহ প্রশাসনে সব সরকারি কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সকাল ১১টা বাজার সাথে সাথেই সবাই একযোগে গেয়ে উঠেন প্রিয় জাতীয় সংগীত “আমরা সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।

এছাড়াও জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বেসরকারী প্রতিষ্ঠান রোটারী পাবলিক ক্লাব ও বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে শিল্প কলা একাডেমীর উদ্দেগে হাতে জাতীয় পতাকা নিয়ে জাতীয় সংগীত গাওয়া হয়।

Exit mobile version