parbattanews

বান্দরবানে স্বাধীনতা ক্রিকেট লীগে জেলা পুলিশ দল চ্যাম্পিয়ান

Bandarban cricat pic-16.3

নিজস্ব প্রতিবেদক,বান্দরবান:

বান্দরবানে স্বাধীনতা দিবস ক্রিকেট লীগে সমাপনী খেলায় জেলা পুলিশ দল চ্যাম্পিয়ান হয়েছে। বৃহস্পতিবার বান্দরবান জেলা স্টেডিয়ামে বান্দরবান জেলা পুলিশ দল বনাম বাংলা বয়েজ ক্লাবের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

টসে জিতে জেলা পুলিশ দল ব্যাট করতে নেমে সব ক’টি উইকেট হারিয়ে ৪৪ ওভার ৩বলে ১৩১ রান সংগ্রহ করে পুলিশ দল। জবাবে  বাংলা বয়েজ ক্লাব মাত্র ২২ ওভার ২বলে ৯৯ রান করে অলআউট হয়। খেলায় ৩২রানে জয়লাভ বান্দরবান জেলা পুলিশ দল।

সেরা খেলোয়াড় নির্বাচিত হন পুলিশ দলের মো. শাহাদাৎ। সেরা বলার নির্বাচিত হন একই দলের মো. অনিক।

খেলায় আম্পেয়ারের দায়িত্ব পালন করেন বাংলদেশ ক্রিকেট বোর্ডের বান্দরবান জেলা ক্রিকেট কোচ রাহুল বিশ্বাস ও মো. হেলালুর রশিদ, মো. নজরুল ইসলাম, মো. তাহের টিপু। খেলায় সঞ্চালনা করেন মাহাফুজুর রশিদ বাচ্চু।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক চ্যাম্পিয়ান ও রানার আপ দলের মধ্যে পুরষ্কার প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার ইয়াছির আরাফাত, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো.আব্দুল রহিম চৌধুরী, দিপ্তী কুমার বড়ুয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ন সাধারণ সম্পাদক মুজিবুর রশিদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক উল্লাহসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবিন্দ ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২রা মার্চ থেকে শুরু হওয়া এই স্বাধীনতা দিবস ক্রিকেট লীগে জেলার মোট ১০টি দল অংশ গ্রহণ করেন।

Exit mobile version