parbattanews

বান্দরবানে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ১৭

সড়ক দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানে পৃথক সড়ক দুর্ঘটনায় ১জন নিহত এবং পর্যটকসহ ১৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার লামা-সুয়ালক সড়কের মোস্তফা রাবার বাগান এলাকায় বৃহস্পতিবার সকালে গ্যাস চালিত একটি টেক্সি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এ সময় তিনজন আহত হয়। গুরুতর আহতদের মধ্যে আনোয়ার হোসেন (৩২) পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপরদিকে, সকালে বান্দরবান-চট্টগ্রাম সড়কে মানুরটেক এলাকায় ঢাকা থেকে আসা একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের সাথে ধাক্কা লাগে। এ ঘটনায় ১৪ জন পর্যটক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে।

বান্দরবান সদর থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কামাল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় পড়লে কয়েকজন যাত্রী আহত হয়। তবে তাদের অবস্থা গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে সবাই হাসপাতাল ত্যাগ করেছেন।

Exit mobile version