parbattanews

বান্দরবানে হাম-রুবেলার অবহিতিকরণ ক্যাম্পেইন

Bandarban pic 7.1.2014

স্টাফ রিপোর্টার :

বান্দরবানে হাম-রুবেলা টিকাদান সম্পর্কে ওয়ার্কশপ করা হয়েছে। মঙ্গলবার সদর উপজেলা মিলনায়তনে বান্দরবান পৌরসভার উদ্যোগে ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম।

পৌর মেয়র জাবেদ রেজার সভাপতিত্বে সিভিল সার্জন ড. মংতেঝ, আর এমও অং সুইপ্রু মার্মা, পরিবার পরিকল্পনা বিভাগে উপ-পরিচালক ড. উখ্য উইন, মাতৃ ও শিশু সদনের উপ-পরিচালক ড. অংচালু প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বাংলাদেশে ২০১২ সালে বেসরকারিভাবে এই ভেকসিন চালু হয়। সরকারিভাবে দেশে প্রথমবারের মতো আগামী ২১ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিন সপ্তাহ হাম-রুবেলা (এম আর) টিকাদান কর্মসূচি চলবে। জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও নির্ধারিত কেন্দ্রে এ ভেকসিন ৯ মাস থেকে ১৫ বছরে সব শিশুদের দেওয়া হবে।

তারা আরো বলেন, হাম-রুবেলা একটি ভাইরাস জনিত মারাত্মক সংক্রামক রোগ।  যে কোন বয়সীদের এ রোগ হতে পরে। তবে শিশুদের মাঝেই প্রকোপ, জটিলতা এবং মৃত্যু বেশি দেখা যায়। হাম-রুবেলা (এম আর) টিকাদানের মাধ্যমে এ রোগ রোধ করা যায়।

ওয়ার্কশপে জেলা স্বাস্থ্য কর্মী ও এনজিও কর্মীরাও উপস্থিত ছিলেন।

Exit mobile version