parbattanews

বান্দরবানে ১শ’ ৭৬টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শুরু

নিজস্ব প্রতিনিধি:

বান্দরবানে সাতটি উপজেলায় আজ সোমবার (১৮ মার্চ) সকাল ৮টা থেকে ১শ’ ৭৬টি ভোট কেন্দ্রে নিরাপত্তা বাহিনী সদস্যদের কড়া প্রহরায় ভোট গ্রহণ শুরু হয়েছে।

সকাল ৮টায় ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিত ছিল চোখে পড়ার মত। পরিস্থিতি ভালো থাকলে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতির সম্ভাবনা রয়েছে পারে বলে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম জানিয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট কমিটির সদস্যবৃন্দ সার্বক্ষনিক নিয়োজিত রয়েছেন। সকাল থেকে উপজাতীয় ও বাঙ্গালী নারী পুরুষ ভোটাররা ভোটকেন্দ্রে ভোট দিতে আসে। বিভিন্ন বয়সী ভোটাররা ভোট কেন্দ্রগুলোতে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এদিকে সাতটি উপজেলার চেয়ারম্যান পদে ১৭ জন ভাইস চেয়ারম্যান পদে ১৭ এবং মহিলা ভাইস চেয়ারম্যন পদে ১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিদতা করছেন। মোট কেন্দ্রের সংখ্যা ১শ’ ৭৬টি। এসব কেন্দ্রে ১শ’ ৭৬ জন প্রিজাইডিং,১শ’ ৭৬জন সহকারী প্রিজাইডিং এবং ৩শ’ ৫২জন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করছেন।

Exit mobile version